Facebook, Whatsapp, tweeter, Imo ব্যবহার করতে পারছেন না?



Facebook, Whatsapp, tweeter, Imo  ব্যবহার করতে পারছেন না?


চিন্তার কোন কারন নেই !! Facebook,  Whatsapp, tweeter, Imo  বন্ধ থাকার পরেও  যেভাবে Firefox browser এর মাধ্যমে Facebook,  Whatsapp, tweeter, Imo   ব্যবহার করতে পারি জেনে নেওয়া যাক :-

 

 

1.   ১ম ধাপ – আপনার Firefox ব্রাউজারটি open করুন ।

2.  ২য় ধাপ – ডানপার্শের উপরের কোনে Open menu তে click করুন ।

http://infobd366.blogspot.co.id/2015/11/solution-of-facebook-whatsapp-imo-net-browsing-problem-facebook-ea-na-dhukle-ki-korte-hobe.html
Open menu



3.  ৩য় ধাপ – Box এর Add-ons button এ click করুন ।


http://infobd366.blogspot.co.id/2015/11/solution-of-facebook-whatsapp-imo-net-browsing-problem-facebook-ea-na-dhukle-ki-korte-hobe.html
Add-ons

4.   ৪র্থ ধাপ – নতুন window open হলে Search all add-ons box এ  anonymox proxy লিখে search  করুন ।

 
http://infobd366.blogspot.co.id/2015/11/solution-of-facebook-whatsapp-imo-net-browsing-problem-facebook-ea-na-dhukle-ki-korte-hobe.html
Search


5.   ৫ম ধাপ – এখন serch result এ anonymox proxy পাওয়া ষাবে ।




6.   ৬ষ্ঠ ধাপ - anonymox proxy add-onsiInstall করুন

http://infobd366.blogspot.co.id/2015/11/solution-of-facebook-whatsapp-imo-net-browsing-problem-facebook-ea-na-dhukle-ki-korte-hobe.html
Anonymox proxi install

7.   ৭ম ধাপ - anonymox proxy  আপনার Firefox ব্রাউজারটিতে Install হয়ে  যাবে ।

8.   ৮ম ধাপ - এখন Browser টি restart করুন

9.  ৯ম ধাপ - দেখুন আপনার Address bar এর  ডান পার্শের একটি ( × ) button যুক্ত হয়েছে ।

10. ১০ম ধাপ - ( × ) button টিতে click করুন

11. ১১তম ধাপ - এখন দেখুন Active box পাওয়া যাবে এবার  টিক দিন
 
12. Settings এর কাজ শেষ





এবার আপনি Facebook,  Whatsapp, Imo বা tweeter যেকোনো web site এর ঠিকানা লিখে site browse করুণ নির্বিঘ্নে ।


এমন আরো Tips পেতে post এ comment করুন এবং নিয়মিত আমাদের site All News Bangladesh অথবা infobd366 এ visit করুন ।

আর অন্য কোনো browser বা Android phone এ এমন তথ্য পেতে comment করুন





1. মহাবিশ্বে পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে।


2. বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে প্রায় ৩ লাখ প্রজাতির উদ্ভিদ, ৬ লাখ প্রজাতির ফাঞ্জাই এবং প্রায় ১ কোটি প্রজাতির প্রাণী রয়েছে।

3. পৃথিবীর একটি সুপার পাওয়ার আছে। সেটা হচ্ছে পৃথিবীর চারপাশে আছে গ্যাসের তৈরি একটি অদৃশ্য আবরণ। প্লাজমাস্ফিয়ার নামক এ আবরণ মহাকাশের উচ্চগতিসম্পন্ন ইলেকট্রনকে পৃথিবীতে ঢুকতে বাধা দেয়। ফলে আমাদের গ্রহ অনেক ক্ষতি থেকে বেঁচে যায়।

4. মজার তথ্য হচ্ছে, আমাদের পৃথিবী প্রতিনিয়ত রিসাইকেল হচ্ছে। পৃথিবীর অভ্যন্তরে থাকে উত্তপ্ত ম্যাগমা। ধীরে ধীরে এটি পৃথবীর ওপরের দিকে উঠে আসে। আর ক্রমাগত ঠান্ডা হয়ে কঠিন পাথরে রূপ নেয়। বাতাসে এসব পাথর ক্ষয়ে যায়। ছোট ছোট কণায় পরিণত হয়। আবার মাটিতে ফিরে গিয়ে ম্যাগমায় পরিণত হয়। তারপর আবার একই প্রক্রিয়া শুরু হয়।

5. পৃথিবী একেবারে ঠিক জায়গায় আছে। এ অবস্থান থেকে একটু কাত হয়ে একটি অক্ষকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। যদি এই অবস্থানের একটু হেরফের হলেই পৃথিবীতে ঘটে যেতে পারে অনেক দুর্ঘটনা। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্বের দিক থেকেও অবস্থান একদম সঠিক। একটু কাছে বা দূরে হলেই পৃথিবীর তাপমাত্রা মারাত্মকভাবে পরিবর্তিত হয়ে যেত। ফলে পৃথিবীতে প্রাণ টিকে থাকা কঠিন হয়ে যেত।

6. পৃথিবীর ৭০ ভাগ জুড়ে আছে সমুদ্র। যে সমুদ্রের ৯৫ শতাংশ এখনও আমাদের জ্ঞানের বাইরে রয়ে গিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, অনাবিষ্কৃত এই সমুদ্রে প্রায় ১০ লাখ প্রাণের বসবাস থাকতে পারে। শুধু সমুদ্রই নয়, নিউ গিনিতে কিছু রেইনফরেস্টের মত স্থলভাগও এখনও মানুষের অজানা। এর মানে হচ্ছে পৃথিবীতে এখনও এমন অনেক কিছুই রয়েছে যা আমাদের জানার বাইরেই থেকে যায়। এ নিয়ে ভেবে কোনো কূলকিনারা করা যায় না। কারণ পৃথিবীর অনেক গভীর রহস্য কখনই মানুষের পক্ষে জানা সম্ভব হয়ে ওঠে না।

Previous Post Next Post