General Knowledge Bangla
১. মিথিলা ও বাংলার মিশ্রণে যে ভাষা সৃষ্টি—
(ক) প্রাকৃত (খ) গৌড়ীয় (গ) ব্রজবুলি (ঘ) অপভ্রংশ
২. ‘নসীরানামা’ কাব্যগ্রন্থর রচয়িতা কে?
(ক) নজরুল (খ) জীবনানন্দ (গ) মরদন (ঘ) আলাওল
৩. ‘টালা অভিনয়’—কি ধরনের গ্রন্থ?
(ক) নাটক (খ) প্রবন্ধ (গ) উপন্যাস (ঘ) গল্প
৪. ‘মানব মুকুট’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) মোহাম্মদ আকরাম খাঁ (খ) এয়াকুব আলী চৌধুরী (গ) এস ওয়াজেদ আলী (ঘ) আবুল ফজল।
৫. বাংলা লিপির উৎস কী?
(ক) সংস্কৃত লিপি (খ) পালী লিপি (গ) ব্রাহ্মী লিপি (ঘ) গৌড়ীয় লিপি
৬. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ কী?
(ক) স্বাভাবিক (খ) প্রকৃত (গ) যথার্থ (ঘ) প্রকৃতি
৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
(ক) দেবদাস (খ) বড়দিদি (গ) শ্রীকান্ত (ঘ) গৃহদাহ
৮. প্রথম সার্থক নাটক কোনটি?
(ক) শর্মিষ্ঠা (খ) কৃষ্ণকুমারী (গ) নীলদর্পণ (ঘ) বিসর্জন
৯. কোনটি দীনবন্ধুর মিত্রের রচনা?
(ক) বিধবা বিবাহ (খ) কমলে কামিনী (গ) চক্ষুদান (ঘ) লীলাবতী
১০. ‘ভাষাবোধ বাঙ্গালা ব্যাকরণ’ কার লেখা?
(ক) নকুলেশ্বর বিদ্যাভূষণ (খ) ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর (গ) শ্যামাচরণ সরকার (ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
১১. ‘সন্ধ্যাভাষা’ শব্দটি কোন যুগের সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত?
(ক) আধুনিক যুগ (খ) মধ্য ও প্রাচীন (গ) প্রাচীন (ঘ) মধ্য
১২. ব্রাহ্মসমাজের মুখপত্র কোনটি?
(ক) সমাচার দর্পণ (খ) তত্ত্ববোধিনী
পত্রিকা (গ) নবযুগ (ঘ) দিগদর্শন।
১৩. উপসর্গজাত শব্দ কোনটি?
(ক) অপিচ (খ) অজিন (গ) অধীত (ঘ) অগ্রজ
১৪. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
(ক) ঠগী (খ) পানসে (গ) পাঠক (ঘ) সেলামি
১৫. ‘লাজ’ কোন ধরনের শব্দ?
(ক) বিশেষ্য (খ) বিশেষণ (গ) ক্রিয়া বিশেষণ (ঘ) বিশেষ্যের বিশেষণ
১৬. কোনটি বিশেষণ বাক্যের শব্দ?
(ক) জীবন (খ) জীবনী (গ) জীবিকা (ঘ) জীবাণু
১৭. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
(ক) সাহেব (খ) বেয়াই (গ) জঙ্গি (ঘ) কবিরাজ
১৮. ‘কৃপাণ’-এর সমার্থক শব্দ কোনটি?
(ক) কুপণ (খ) খড়্গ (গ) পিক (ঘ) কৃষ্ণ
১৯. ‘আঁঠির বিপরীত শব্দ কোনটি?
(ক) আট (খ) ছাড় (গ) শাঁস (ঘ) পিছে
২০. কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহূত?
(ক) আটকপালে (খ) উড়নচণ্ডী
(গ) ছা-পোষা (ঘ) ভূশণ্ডির কাক।
সঠিক উত্তর
১. গ ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. ক ৭. গ ৮. ক ৯. খ ও ঘ উভয়ই ১০. ক ১১. গ ১২.ক ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. ক।
১. গ ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. ক ৭. গ ৮. ক ৯. খ ও ঘ উভয়ই ১০. ক ১১. গ ১২.ক ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. ক।
BCS & PRIMARY JOBS PREPARATION -General Knowledge Bangla
১. কোনটি তদ্ভব শব্দ?
ক. চাঁদ, খ. সূর্য, গ. নক্ষত্র ঘ. গগন
২. বাংলায় কোরআন শরিফের প্রথম অনুবাদক কে?
ক. নবীন চন্দ্র সেন খ. মওলানা আকরাম খাঁ গ. গিরিশ চন্দ্র সেন ঘ. মুহম্মদ হাবিবুর রহমান
৩. বাংলা সাহিত্যের ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. বিহারী লাল চক্রবর্তী ঘ. রাজশেখর বসু
৪. কোন বানানটি শুদ্ধ?
ক. বিভিষীকা খ. বীভিষিকা গ. বীভিষীকা ঘ. বিভীষিকা
৫. ‘চিনি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. জাপানি খ. চীনা গ. পর্তুগিজ ঘ. ফার্সি
৬. ‘শিষ্টাচার’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. সততা খ. নিষ্ঠা গ. সংযম ঘ. সদাচার
৭. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহূত?
ক. বিপরীত খ. বিকৃত গ. অভাব ঘ. নিকৃষ্ট
৮. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
ক. আল মাহমুদ খ. আসাদ চৌধুরী গ. আবু বকর সিদ্দিকী ঘ. শওকত ওসমান
৯. ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রকাশিত হয় কোন সালে?
ক. ১৮৭২ সালে খ. ১৮৮৫ সালে গ. ১৯০১ সালে ঘ. ১৯১০ সালে
১০. ‘মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা’-এর রচয়িতা কে?
ক. রামনিধি গুপ্ত খ. শাহ মুহম্মদ সগীর গ. সত্যেন্দ্রনাথ দত্ত ঘ. অতুল প্রসাদ সেন
১১. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহূত হয়েছে?
ক. আমি ভাত খেয়ে স্কুলে যাব খ. আমি ভাত খাচ্ছি গ. আমি দুপুরে ভাত খাই ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে উঠ
১২. ‘যা পূর্বে ছিল, এখন নেই’ এক কথায় কি বলে?
ক. অপূর্ব খ. অদৃষ্ট পূর্ব গ. ভূতপূর্ব ঘ. অভূতপূর্ব
১৩. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়?
ক. ১৮৬১ খ. ১৯৬১ গ. ১৮৭২ ঘ. ১৯৮১ সাল।
১৪. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য নিচের কোন কাব্যের উপজীব্য?
ক. নুরনাম খ. জিঞ্জীর গ. সাত সাগরের মাঝি ঘ. দিলরুবা
১৫. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
ক. আলওল খ. ফকীর গরীবুল্লাহ গ. সৈয়দ আমজা ঘ. মজনু শাহ
১৬. বর্ণ কি?
ক. ধ্বনি নির্দেশক প্রতীক খ. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ গ. শব্দের ক্ষুদ্রতম অংশ ঘ. এক সঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
১৭. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
ক. বসন্ত কুমারী খ. আয়না গ. মেঘনাদ বধ কাব্য ঘ. রক্তকরবী
১৮. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. হিম খ. শীতল গ. শৈত্য ঘ. উত্তাপ
১৯. ‘ইচ্ছা’ বিশেষ্যর বিশেষণটি নির্দেশ কর?
ক. ইচ্ছাময় খ. ঐচ্ছিক গ. ইচ্ছুক ঘ. অনিচ্ছা
২০. সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন কে?
ক. সিকান্দর আবু জাফর খ. বিনয় ঘোষ গ. রাহাত খান ঘ. তফাজ্জল হোসেন।
সঠিক উত্তর:
১. ক ২. গ ৩. গ ৪. ঘ ৫. খ, ৬. ঘ ৭. ক ৮. ক ৯. ক ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ক।
১। ‘আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. পর্তুগিজ খ. ইংরেজি গ. আরবি ঘ. ওলন্দাজ
২। ‘কবর’ নাটকটির লেখক—
ক. জসীমউদ্দীন খ. মুনীর চৌধুরী গ. কাজী নজরুল ইসলাম ঘ. আসাদ চৌধুরী
৩। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়—
ক. প্রত্যয় খ. ধাতু গ. বিভক্তি ঘ. সমাস
৪। কোন বানানটি শুদ্ধ?
ক. পাসান খ. পাশান গ. পাষাণ ঘ. পাষান
৫। কোনটি শুদ্ধ বাক্য?
ক. একটা গোপনে কথা বলি খ. একটা গুপ্ত কথা বলি গ. একটি গোপন কথা বলি ঘ. একটা গোপনীয় কথা বলি
৬। বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক. আয়না খ. অবরোধবাসিনী গ. লাল সালু ঘ. কবর
৭। ‘চাচা কাহিনী’র লেখক কে?
ক. সৈয়দ শামসুল হক খ. সৈয়দ মুজতবা আলী গ. মুনীর চৌধুরী ঘ. হুমায়ুন আজাদ
৮। ক্ষমার যোগ্য-এর বাক্য সংকোচন কোনটি?
ক. ক্ষমা খ. ক্ষমাপ্রদ গ. ক্ষমার্হ ঘ. ক্ষমাপ্রার্থী
৯। ‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বিস্ময় খ. নির্ভয় গ. দ্বিধা ঘ. প্রত্যয়
১০। ‘স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?
ক. মধুসূদন দত্ত খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঘ. বিহারীলাল চক্রবর্তী
১১। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি?
ক. ইউসুফ জুলেখা খ. রসুল বিজয় গ. নূরনামা ঘ. শবেমেরাজ
১২। ‘বীরবল’ কার ছদ্মনাম?
ক. প্রমথ চৌধুরী খ. প্রেমেন্দ্র মিত্র গ. রাজশেখর বসু ঘ. প্রমথনাথ বিশী
১৩। কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহূত হয়?
ক. আট কপালে খ. ছা-পোষা গ. উড়নচণ্ডী ঘ.অমাবস্যার চাঁদ
১৪। ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ—
ক. অরাজক দেশ খ. চির অশান্তি গ. অনিষ্টে ইষ্ট লাভ ঘ. সামান্য ঝগড়া
১৫। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. প্যারীচাঁদ মিত্র গ. দীনবন্ধু মিত্র ঘ. প্রমথ নাথ বিশী
১৬। বাংলা লিপির উৎস—
ক. চীনা লিপি খ. বাংলা লিপি গ. ব্রাহ্মী লিপি ঘ. আরবি লিপি
১৭। কোনটি বিশেষণ বাক্যের শব্দ?
ক. জীবন খ. জীবনী গ. জীবাণু ঘ. জীবিকা
১৮। মৌলিক শব্দ কোনটি?
ক. গোলাপ খ. শীতল গ. নেয়ে ঘ. গৌরব
১৯। যে ভূমিতে ফসল জন্মায় না—
ক. ঊষর খ. পতিত গ. বন্ধ্যা ঘ. অনুর্বর
২০। ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?
ক. জোহরা খ. লাল সালু গ. আলালের ঘরের দুলাল ঘ. মৃত্যুক্ষুধা
সঠিক উত্তর:
১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. ঘ, ৬. খ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. গ
Bonus
ঢাকা থেকে প্রকাশিত গ্রন্থ – নীল দর্পন
“মোস্তফা চরিত” – গ্রন্থের রচয়িতা – মওলানা আকরম খাঁ
বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেন – বিষ্ণু দে
বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র – দিগদর্শন
“সন্ধি” ব্যাকরনের যে অংশে আলোচ্য বিষয় – ধ্বনিতত্ব
বাংলা বর্নমালায় মাত্রাহীন বর্নের সংখ্যা – ১০ টি
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডী নাটক – কৃষ্ণকুমারী
“চালাক” শব্দের বিশেষ্য পদ – চালাকি
“মা যে জননী কান্দে” – এটি একটি কাব্যগ্রন্থ
“বৃত্তসংহার” মহাকাব্যের রচয়িতা – হেমচন্দ্র বন্দোপাধ্যায়
“মহাকবি আলাওল” নাটকটির রচয়িতা – সিকান্দার আবু জাফর
“আলালের ঘরে দুলাল” উপন্যাসটির রচয়িতা – প্যারীচাঁদ মিত্র
অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য – তিলোত্তমাসম্ভব
“দারিদ্র্য” কবিতাটি নজরুল ইসলামের যে কাব্যের অন্তর্ভূক্ত – সিন্ধু হিন্দোল
“কপালকুন্ডলী” উপন্যাসের নায়কের নাম – নবকুমার
Google Ads